নন্দীগ্রাম ২: সামাজিক দায়বদ্ধতায় পারিবারিক শ্যামা পুজোয় পর্যন্ত মহতী রক্তদান শিবিরের আয়োজন করলো আমড়াতলার মাইতি পরিবার
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-২ব্লকের খোদামবাড়ি-২গ্রাম পঞ্চায়েতের আমড়াতলার মাইতি পরিবার এলাকার বর্ধিষ্ণু পরিবার গুলির মধ্যে অন্যতম।সামাজিক সাংস্কৃতিক চেতনা ধারা আজও অব্যাহত। বর্তমানে প্রতিটি পরিবার একক পরিবার হওয়া সত্ত্বেও মাইতি পরিবারের যোগ্য উত্তরসুরি নৃত্যের শিক্ষক রাঙ্গাণু মাইতি সকল কে এক করে ৬বছর ধরে এই মহতী রক্তদানের মত কর্মসূচি চালিয়ে আসছেন। পরিবারের সকলেই অকপটে বলেই ফেললেন আমরা সামাজিক দায় বব্ধতায় এই সকল অনুষ্ঠানে ব্রতী হই