মুরারই ২: নতুন গ্রাম সবুজ সংঘ ক্লাবের দুর্গাপুজোর মহা অষ্টমী পুজো উপলক্ষে মা দুর্গার বিশেষ পুজোপাঠ চলছে
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সকালের দিক থেকে।বীরভূম জেলার মুরারই২ ব্লকের অন্তগত নন্দীগ্রাম অঞ্চলের। নতুন গ্রাম সবুজ সংঘ ক্লাবের দুর্গাপুজোর মহা অষ্টমী পুজো উপলক্ষে। মা দুর্গার বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে। নতুন গ্রাম সবুজ সংঘ ক্লাবের দুর্গাপুজোর মহা অষ্টমী পুজোপাঠ এ সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।