খানাকুল ১: 550 বছরেরও বেশি প্রাচীন চক্রপুরের মা সিদ্ধেশ্বরী কালী,পুজো উপলক্ষে জমে উঠেছে 7 দিনের মেলা
550 বছরেরও বেশি প্রাচীন খানাকুলের চক্রপুরের মা সিদ্ধেশ্বরী কালী,পুজো উপলক্ষে জমে উঠেছে 7 দিনের মেলা।জানা যায়,ডাকাত কাঞ্চন সর্দার মায়ের প্রতিষ্ঠা করেছিলেন।মা খুই জাগ্রত বলে মানেন ভক্তরা।মনোস্কামনা নিয়ে জেলা,রাজ্য থেকে বহু মানুষ মায়ের কাছে ছুটে আসেন।পঞ্চ মুন্ডির আসনে দীপান্বিতা অমাবস্যায় হয় মায়ের বিশেষ পুজো।বহু মানুষের সমাগম হয় ওই দিন।পুজোকে ঘিরে বসা মেলায় এদিন বহু মানুষের ভির লক্ষ করা যায়।মায়ের মন্দিরে ধুপ বাতি জ্বালিয়ে এদিনও মানুষ প্রার্থনা জানান।