কালনা ১: বাথরুম যাওয়া নিয়ে বিবাদ থেকে রক্তাক্ত সংঘর্ষ! ধাত্রীগ্রামে ভাইকে রামদা দিয়ে কোপ দাদার
জায়গা জমি নিয়ে পূর্ববর্তী ঝামেলা তো রয়েছেই,এর উপর বৃহস্পতিবার সকালে বাথরুম যাওয়া কে কেন্দ্র করে ঝামেলা অশান্তির জেরে ভাই ভাইয়ে ঝামেলা অশান্তি। এক ভাই অপর ভাইকে রামদা দিয়ে কোপ। একই সাথে তাদের আটকাতে গেলে তার মা, স্ত্রী ও ভাইয়ের এক শালী ঘটনায় জখম হয়। ঘটনার পর অভিযুক্ত ভাইকে বেঁধে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি এদিন বৃহস্পতিবার সকালে কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম এলাকায় ঘটে। জানা গিয়েছে ঘটনায় একজন কালনা একজন বর্ধমানের চিকিৎসাধীন রয়েছে।