বাঘমুণ্ডী: ছাতা পরবে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেল বাঘমুন্ডির ছাতাটার মাঠে
ছাতা পরবে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা গেল বাঘমুন্ডির ছাতাটার মাঠে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে অন্যান্য বছরের মত এ বছরও ভাদ্র মাসের সংক্রান্তিতে ইন্দ্র দেবের ছাতা উত্তোলিত হয় বাগমুন্ডির ছাতাটার মাঠে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ। বাগমুন্ডি রাজ পরিবারের সদস্যরা বিধি সম্মত ছাতা উত্তোলন করেন। যাকে কেন্দ্র করে বিশ্বকর্মা পুজোয় এক বিশাল মেলার রূপ নেই বাগমুন্ডিতে। এলাকার বিভিন্ন গ্রামের থেকে মানুষজন আসেন এই ঐতিহ্যবাহী ছাতা পরব দেখতে। এই ছাতাকে সকলেই প্রণাম করে আশ