বর্ধমান ১: অভিনেতা সোহম চৌধুরীর মন্তব্যের পাল্টা জবাব দিলেন জেলা মুখপাত্র শান্তরূ দে
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জেলা বিজেপির মুখোপাধ্যায় শান্তরূপ দে বলেন, অভিনেতা সোহমের মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন জেলা বিজেপির মুখপাত্র প্রান্তরূপ দে,মাননীয় সোহম বাবু আপনি ভুলে যাচ্ছেন এটা আপনার বাংলা সিনেমার প্লট নয়, এটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এখানে পশ্চিমবঙ্গের মানুষ জানে এটা গণতন্ত্র আছে না মনিকাতন্ত্র আছে পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছি।