রঘুনাথপুর ২: DVCর রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানায় নব নিযুক্ত ১২জন ইঞ্জিনিয়ারদের অভ্যর্থনা জানান হল
DVCর পুরুলিয়ার রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানায় নতুন ১২জন নিযুক্ত ইঞ্জিনিয়ারদের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অভ্যর্থনা জানাল, ডিভিসির কামগার সংঘ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানা কর্তৃপক্ষ জানান, অল ইন্ডিয়া বেসিক এই পরীক্ষায় পাশ করার পর এর ১২জন ইঞ্জিনিয়ারদের DVC নিয়োগ পত্র দেওয়ার পরেই তারা রঘুনাথপুরের DVCর থার্মাল পাওয়ার সাপ্লাই কারখানায় এসে কাজ যোগ দিয়েছেন।