আউশগ্রামের সুয়াতায় পীর বহমানের মাজারে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ চাদর চড়ালেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ হায়দার আলী, সমাজসেবী অরূপ মির্ধা ও ইন্দ্রজিৎ কোনার সহ অনান্যরা। জানা গিয়েছে, সম্প্রীতির অনন্য নজির এই পীর বহমানের মেলা। সকল ধর্মের মানুষের আগমনে মেলা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। পৌষ সংক্রান্তিতে রীতি মেনে এই উৎসবের সূচনা হয়েছে। তারপর এদিন বিধায়ক এই উৎসবে গিয়ে সামিল হন।