বহরমপুর: মুর্শিদাবাদের জেলা শাসকের দায়িত্ব গ্রহণ করার পর, MMC&H পরিদর্শন করলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া
এস আই আর ঘোষণার আগেই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের জেলা শাসক কে স্থানান্তরিত করে।পাশাপশি মুর্শিদাবাদের পূর্ব জেলাশাসক রাজর্ষির মিত্র আই এ এস এর বদলে মালদার জেলাশাসক শ্রী নিতিন সিংহানিয়া আই এ এস কে মুর্শিদাবাদের জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়।জেলার ভার গ্রহণ করার MMC&H পরিদর্শন করলেন জেলাশাসক