পাড়া: রিগুডি গ্রামে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি
Para, Purulia | Nov 9, 2025 পাড়া থানার অন্তর্গত ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের রিগুডি গ্রামে রিগুডি ফুটবল কমিটি LLB এর উদ্যোগে রিগুডি শিব মন্দির সংলগ্ন ফুটবল মাঠে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ রবিবার বিকেল পাঁচটা নাগাদ এই খেলার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টি ফুটবলের দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের বহু গ্রামের ফুটবল প্রেমী মানুষ এই খেলা দেখতে ভিড় জমায়। ফাইনাল খেলা হয় এস কে প্যানথার গোপীনাথপুর ও ছোটা টাইগার ফু