শীতলকুচি: গতকালের এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা নিয়ে বক্তব্য দিলেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার
গতকালের এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা নিয়ে বক্তব্য দিলেন মাথাভাঙ্গার এসডিপিও সমরেন হালদার। প্রসঙ্গত উল্লেখ্য যে শীতলকুচি পাঠানটুলি এলাকায় গত বিধানসভা নির্বাচনে ভোট দিতে এসে খুন হন আনন্দ বর্মন।গতকাল শীতলকুচি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় পাঠানটুলি এলাকায় আনন্দ বর্মনের খুনের ঘটনা কিনারা করতে গিয়ে মিঠুন মিয়া নামে একজনকে গ্রেফতার করে ।শনিবার মাথাভাঙ্গা থানায় গ্রেপ্তারের বিষয়ে জানালেন এসডিপিও সমরেন হালদার।