পুঞ্চা: পুঞ্চায় পথ দূর্ঘটনায় আহত এক যুবক
Puncha, Purulia | Sep 26, 2025 পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পুঞ্চা থানার অন্তর্গত বাগদা অঞ্চলের বাগদা মোড় ও পেট্রোল পাম্পের মধ্যবর্তী রাস্তায়।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। পরবর্তীকালে আহতকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে,আহত ওই যুবকের মাথায় গুরুতর আঘাত থাকায় বাঁকুড়া স্থানান্তরিত করা হয়।