এসআইআর-এর নামে হেনস্থার অভিযোগে ফরাক্কায় উত্তাল পরিস্থিতি, হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম এসআইআর (SIR) প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এদিন ফারাক্কা ভিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও (BLO) একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরও (ERO)-র কাছে জমা দেন। বিএলওদের অভিযোগ, তারা এসআইআর-এর বিরুদ্ধে নয়, বরং এসআইআর-এর