মেদিনীপুর: প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট দেওয়ার সুপ্রিম নির্দেশিকা, "রিভিউ পিটিশনের প্রস্তুতি": মেদিনীপুরে কৃষ্ণেন্দু বিশুই
সম্প্রতি পুরনো প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করার নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই অথৈ জলে কয়েক লক্ষ এই রাজ্যের পুরনো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। বিভিন্ন প্রবীণ শিক্ষক শিক্ষিকারা কিভাবে টেট পাস করবেন তা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। তা থেকে উদ্ধার হতেই সঙ্ঘবদ্ধ হওয়া শুরু হলো রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। কলকাতায় এক প্রস্তুতি বৈঠক সেরে মেদিনীপুরে বিস্তারিত জানালেন শিক্ষক নেতা কৃষ্ণেন্দু বিশুই।