বরাবাজার: বর্ষায় ক্ষতিগ্রস্ত বাড়ির উপভোক্তাদের সচেতন করতে সিন্দরী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছালেন SDO এবং BDO
বিগত ভারী বর্ষায় যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের নতুন বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থ যাতে উপভোক্তাদের সঠিকভাবে একাউন্টে ঢোকে সেই বিষয় নিয়েই সিন্দরী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সোমবার বিকেলে সচেতনতা বার্তা দিতে উপস্থিত হন এসডিও মানবাজার, বিডিও বরাবাজার, জয়েন্ট ভিডিও বরাবাজার সহ অন্যান্য আধিকারিকেরা। এ'দিন সিন্দরী গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ মাহাতোর উপস্থিতিতে আধিকারিকেরা উপভোক্তাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র বিষয়ে অবহিত করান