হলদিবাড়ি: উত্তর বড় হলদিবাড়িতে তৃণমূলে ভাঙ্গন, ১৩টি যোগ দিল বিজেপিতে
মেখলিগঞ্জ বিধানসভার উত্তর বড় হলদিবাড়ি অঞ্চলের ১৩৪ নং বুথে তৃনমূল কংগ্রেস ছেড়ে ১৩ টি পরিবার যোগ দিলো বিজেপিতে। শনিবার রাতেই এ-ই যোগদান কর্মসূচিতে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার কো কনভেনার বিমল রায়, মেখলিগঞ্জ ৩ নং মন্ডলের সভাপতি পীযুষ কান্তি রায়, জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি ভুপেন্দ্র নাথ রায় সহ অনান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।