ধূপগুড়ি: এবারে খেরকাটার বাসিন্দাদের ডায়না নদীর পার থেকে সরানো হল
মন থার প্রভাবে শুক্রবার মুষলধারে বৃষ্টি এসে জলঢাকা, গাঠিয়া এবং ডায়না নদীর জল বেড়ে চলেছে। এরফলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইতিমধ্যেই বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজ, ১৮ নং লাইন, হাতি লাইন, বিচ লাইনের ৮০০ পরিবারকে সরিয়ে ফ্যাক্টরির অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিন বিকেল চারটা নাগাদ খেরকাটাতে ডায়না নদীর আশেপাশে থাকা বাসিন্দাদের সরানো হয়।