আউশগ্রাম ২: আউশগ্রামের জঙ্গলমহলে বেআইনিভাবে শালগাছ কাটার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার্স সহ চারজনের বিরুদ্ধে, শোরগোল এলাকায়
আউশগ্রামের জঙ্গলমহলে বেআইনিভাবে শালগাছ কাটার অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার্স সহ চারজনের বিরুদ্ধে। প্রায় ৬টি শালগাছ কেটে পাচারের চেষ্টা চলছিল বলেই জানিয়েছে বনবিভাগ। আর এই ঘটনায় বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, আদুরিয়া বিট এলাকার জালিকাঁদর আদিবাসীপাড়ার কাছে এদিন টহলদারির সময় গাছ পাচারের বিষয়টি নজরে আসে বনকর্মীদের। তারপরেই তাতে বাধা দেয় বনবিভাগ।