উদয়নারায়ণপুর: কানুপাট অঞ্চলে বিজেপির বি এল এ টুকে মারধর করার অভিযোগে উদয়নারায়নপুর থানাতে অভিযোগ দেয়ার বিজেপির পক্ষ থেকে
উদয়নারায়নপুর বিধানসভার তিন নম্বর মন্ডল অন্তর্গত কানুপাট অঞ্চলে ১৩৭ নম্বর বুথে বিজেপির বি এলএ টু সমর মাইতি কে কানুপাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনীরা বেদারক মারধর করা হয় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার আনুমানিক নটা নাগাদ হাওড়ার উদয়নারায়ণপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার এই অভিযোগ দেয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহ-সভাপতিসহ উদয়নারায়নপুর অঞ্চল বিজেপি কর্মী সমর্থকরা