ইংরেজবাজার: প্রায় ৩০০ বছরের পুরনো কালীপুজো ঘিরে উৎসবের আমেজ মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তের ইংলিশ বাজারের কাঞ্চনটারে
প্রায় ৩০০ বছরের পুরনো কালীপুজো ঘিরে উৎসবের আমেজ। মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তের ইংলিশ বাজারের কাঞ্চনটারে হয়ে আসছে এই পুজো। জানা গেছে আগে এই পুজো বাংলাদেশে হতো। বুধবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ অনুষ্ঠিত হয় এই পুজোর সন্ধ্যা আরতি। আর যা দেখতে প্রচুর ভক্তদের ভিড় জমেছিল।