ধর্মনগর: পূর্ব ফুলবাড়ী ৩নং ওয়ার্ডে বিজেপি দল ত্যাগ করলেন ৬ পরিবারে ২০ জন ভোটার CPIM দলে যোগদান করে
বিজেপি দল ত্যাগ করলেন ৬ পরিবারে ২০ জন ভোটার ৫৪ কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুড়াইবাড়ি অঞ্চলের পূর্ব ফুলবাড়ি ৩ নং ওয়ার্ডে আব্দুল কালিকের বাড়িতে নবাগত কমরেডদের কে বরণ করিলেন বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয় ৫৪ কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্র উপস্থিত ছিলেন CPIM চুড়াইবাড়ি অঞ্চল সম্পাদক কমরেড আব্দুল হামিদ মহাশয় এবং ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আব্দুল কালাম মহাশয়।