নানুর: নানুরে পথ দুর্ঘটনায় মৃত বেড়ে চার; ঘটনায় শোকের ছায়া নানুরে*
Nanoor, Birbhum | Sep 16, 2025 বাদশাহী রাজ্য সড়কে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার।সোমবার নানুরের গানপুর সংলগ্ন এলাকায় ঘটে যায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি। ওই দিন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দুই বাইকের চালকের।আশঙ্কাজনক অবস্থায় আহত দু'জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও স্থানীয়রা। আহত দুজনেরই পরে মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে পুলিশ।উল্লেখ্য, বাদশাহী রাজ্য সড়কে বিশেষ ভিড় বা যানজট দেখা যায় না সচরাচর, সোমবার কার্যত।