বিনপুর ২: বার্ষিক কৃষক সম্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বিনপুর 2 ব্লকের শিলদা কমিউনিটি হলে
বার্ষিক কৃষক সম্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বিনপুর 2 ব্লকের শিলদা কমিউনিটি হলে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই সভা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ , ২ ও জামবনি ব্লকের কৃষকদের নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। কৃষকদের আয় বৃদ্ধি, উৎপাদিত ফসল বাজারজাত করা, কৃষকদের নানাবিধ সমস্যার সমাধান করতেই ঝাড়গ্রাম কৃষক প্রোডিউসার কোম্পানি জেলার কৃষকদের উদ্যোগে এবং সরকারি সহায়তায় গড়ে উঠে।