কালচিনি: কালচিনিতে ছট ব্রতীদের ছট পুজোর সামগ্ৰী প্রদান করা হল
ছট ব্রতীদের ছট পুজোর সামগ্ৰী প্রদান করা হল। কালচিনিতে শুক্রবার কালচিনি ছট পুজা বাসরা ঘাট সেবা সমিতির পক্ষ ছট ব্রতীদের ছট পুজোর সামগ্ৰী প্রদান করা হয়। যারা আর্থিক দিক থেকে দূর্বল এমন দেড়শো জন ছট ব্রতীদের, এদিন ছট পুজোর সামগ্ৰী প্রদান করা হয়। প্রতি বছর লক্ষ্য কর যায় ছট পুজা বাসরা ঘাট সেবা সমিতির পক্ষ থেকে ছট ব্রতীদের ছট পুজার সামগ্ৰী প্রদান কর হয় এবছর ও করা হল।