ওন্দা: কল্যাণী অঞ্চলের অসুস্থ প্রবীণ কর্মীর খোঁজ নিতে বাড়িতে বিধায়ক অমরনাথ শাখা
Onda, Bankura | Nov 8, 2025 কল্যাণী অঞ্চলের দীর্ঘদিনের পুরোনো বিজেপি কর্মী ধনকুমারী ডাঙ্গর বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তাঁর অসুস্থতার খবর পেয়ে আজ ব্যক্তিগতভাবে তাঁর বাড়িতে যান ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সেখানে তিনি ধনকুমারী দেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। বিধায়ক আশ্বাস দেন, দলের পক্ষ থেকে সবরকম প্রয়োজনীয় সাহায্য করা হবে।