ওন্দা: বন্দেমাতরমের ১৫০ বছর; ওন্দায় জাতীয় পতাকার বর্ণাঢ্য শোভাযাত্রা, উপস্থিত বিধায়ক অমরনাথ শাখা
Onda, Bankura | Nov 7, 2025 জাতীয় মন্ত্র ‘বন্দেমাতরম’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ভারতীয় জনতা পার্টির ওন্দা ২ নং মণ্ডলের উদ্যোগে ওন্দা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হওয়া শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকরা অংশ নেন। উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দেশপ্রেম ও ঐক্যের বার্তা ছড়াতেই এ উদ্যোগ বলে জানান বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়।