আমবাসা: কমলপুর মহকুমার লাম্বু চৌমনীতে উল্টে যায় একটি টুকটুক আহত হয় পাঁচ জন যার মধ্যে একটি শিশু রয়েছে
এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল কমলপুর মহকুমার লাম্বু এলাকা। আহতদের প্রথমে হাসপাতালে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর, চারজনকে ধলাই জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়।