শীতলকুচি: পাঠানটুলি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি গ্রেফতার করল পুলিশ।
শনিবার শীতলকুচি থানার পুলিশ শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি অঞ্চলের অন্তর্গত পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া যুবকের নাম মিঠুন মিয়া। শীতলকুচি থানার পুলিশ জানিয়েছে ধৃত মিঠুন মিঞাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির গোয়াল ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে পুলিশ।