চাকদা: বৃহস্পতিবার রাতে চাকদা ব্লকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান
Chakdah, Nadia | Oct 16, 2025 বৃহস্পতিবার রাতে চাকদা ব্লকে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। প্রসঙ্গত গত কয়েক দিন যাবৎ তৃনমূলের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে বিভিন্ন ব্লকে আয়োজিত হচ্ছে তৃনমূলের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ চাকদায় আয়োজিত হলো চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সন্মেলনী অনুষ্ঠান।