শুক্রবার দুবরাজপুরের হেতমপুর রাজ গার্লস হাইস্কুলে বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি তাদের উৎসাহিত করেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।