দুবরাজপুর ব্লকের হেতমপুরে বিজেপির রাজ্যসভা সাংসদ সমীক ভট্টাচার্যের সংসদ তহবিলের অর্থানুকূল্যে একটি স্কুল ভবন (হল ঘর) নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে হেতমপুর রাজ গার্লস হাই স্কুলে এই নতুন হল ঘর তৈরি হচ্ছে। মঙ্গলবার নারকেল ফাটিয়ে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকারা ও ছাত্রীরা, পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি।