জয়পুর: মানভূমের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সমাজ অর্থনীতি নিয়ে দু’দিনব্যাপী জাতীয় সেমিনার সূচনা জয়পুর কলেজে
Jaipur, Purulia | Nov 20, 2025 মানভূমের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সমাজ–অর্থনীতি নিয়ে দু’দিনব্যাপী জাতীয় সেমিনার সূচনা জয়পুর বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজে। বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ–এর সহযোগিতায়। এই সেমিনারে গবেষক ও বিশিষ্ট বক্তারা বিশ্বায়নের প্রভাব ও মানভূমের পরিবর্তিত সমাজবাস্তবতা তুলে ধরেন। উপস্থিত ছিলেন সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ পবিত্র কুমার চক্রবর্তী, সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, কবি অংশুমান কর প্রমুখ।