কাকদ্বীপ: বাংলাদেশী মৎস্যজীবী ভারতে জল সীমানায় চলে আসায় কাকদ্বীপ থেকে প্রতিক্রিয়া দিলেন মৎস্যজীবীর শ্রমিক ইউনিয়নের সম্পাদ
বারবার ভারতের জল সীমানার অতিক্রম করে বাংলাদেশী মৎস্যজীবী রা ভারতে প্রবেশ করছে শুধুই কি মাছ ধরতে আসছে বা বাংলাদেশি ট্রলারগুলোতে কোথাও ২৫ জন ৩০ জন মৎস্যজীবী থাকে না অন্য কিছু উদ্দেশ্যে আসছে না শুধুই মাছ ধরতে আছে তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন কাকদ্বীপ থেকে মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক।