কৃষ্ণনগর ১: চকদিগনগর এলাকায় মহিলা পরিচালিত দুর্গাপুজো
চকদিগনগর মহিলা পরিচালিত দুর্গাপুজো,এককালে মাতৃপ্রধান ছিল ভারতীয় সমাজ। নারীশক্তির সেই উদযাপনের সঙ্গে অন্তঃসলিলা যোগ রয়েছে দুর্গাপুজোর। কোতোয়ালি থানার অন্তর্গত চকদিকনগর এলাকায় এবার মহিলারাই শুরু করলেন দুর্গাপুজো। অষ্টমীর দিনে সেই চিত্রই উঠে আসলো ।