বর্ধমান ১: বনপাড়াগ্রামে তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম ২ তৃণমূল কংগ্রেসের সমর্থক কে চিকিৎসার জন্য নিয়ে আসা Bmch এ
মঙ্গলকোট থানার বনপাড়াগ্রাম এলাকায় তৃণমূলের গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর জখম ২ তৃণমূল কংগ্রেসের সমর্থক কে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় Bmch,গুরুতর জখম ব্যক্তিরা হলেন সাবির সেখ(৩০) ও নিয়ামত মল্লিক (৫৮) তাদের বাড়ি মঙ্গলকোট থানার বনপাড়াগ্রাম। জখম নিয়ামত মল্লিকের ছেলে এদিন দুপুর তিনটেয় জানিয়েছেন তার বাবা তৃণমূলের সমর্থক। গত কয়েকদিন আগে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা করা হয়েছে আর তারপরেই তার বাবা নিয়ামত মল্লিক ও মামা সাবির সেখ মারধর করা হয়