ময়নাগুড়ি: জলঢাকার বাঁধ ভেঙে ভয়ংকর বন্যা পরিস্থিতি ময়নাগুড়ির বিভিন্ন এলাকায়
জলঢাকার বাঁধ ভেঙে ভয়ংকর বন্যা পরিস্থিতি ময়নাগুড়ির বিভিন্ন এলাকায়। গতকাল থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় জারি রয়েছে লাল সতর্কতা।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত থেকে পাহার ও সমতলে লাগাতার বৃষ্টি,, হু হু করে বাড়ছে জল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি, পানবাড়ি নৌকা বিহার চোপড়া মারি এলাকায় বাঁধ ভেঙে কয়েক শতাধিক বাড়ি জলমগ্ন। আতঙ্কে মানুষজন। স্থানীয়রা বাঁধ মেরামতের কাজ করছে, খড়িবাড়ি চাঁদের বাড়ি নৌকা বিহার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে