মথুরাপুর ২: মহালয়ার দিনে চক্রতীর্থ মহাশ্মশানের গঙ্গায় পূর্বপুরুষের আত্মা শান্তির জন্য তর্পণ সারছেন দুধ দুরন্ত থেকে আসা মানুষজন
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা রায়দিঘি থানা অন্তর্গত কাশিনগর চক্র তীর্থ মহাশ্মশানে গঙ্গায় আজ শুভ মহালয়ার দিনে শতাধিক মানুষ তর্পণ ও স্নান করছেন। মূলত এই দিনে গঙ্গাস্নান করে তর্পণ করলে পূর্বপুরুষ মুখে জল পায় ও তাদের অতৃপ্ত আত্মা শান্তি পায় এমনই রীতি মেনে চলছেন বাঙালিরা। তাই আজ শুভক্ষণে শুভ মুহূর্তে দূর দূরান্ত থেকে আগত মানুষরা মহালয়ের দিনে তর্পণ সারলেন। আর সেই ছবি উঠেরো আজ অর্থাৎ রবিবার সকাল সাতটা নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরা তে আর আপনারা দেখতে পাচ্ছেন