ইলামবাজার: মুরানডিহি মৌজায় “আমাদের পাড়া আমাদের সমাধান ” কর্মসূচি, অংশ নিলেন স্থানীয় বাসিন্দারা
আজ ১৬ ই সেপ্টেম্বর আনুমানিক সকাল ১০ টা নাগাদ বিলাতি গ্রাম পঞ্চায়েতের ১০৮ ও ১১২ নম্বর বুথকে কেন্দ্র করে মুরানডিহি মৌজায় “আমাদের পাড়া আমাদের সমাধান ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকে এলাকাবাসীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পাড়ার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে বের করা। এলাকাবাসী তাদের অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাব তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, সা