ময়না: ভাতৃদ্বিতীয়ার দিনে মেচগ্রামে বিধায়ক কার্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ,বিধায়ক পুত্রের উদ্যোগে গণ ভাই ফোঁটার আয়োজন
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেচগ্রামের বিভাগ কার্যালয়ে ভাইফোঁটার দিনে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল বিধায়ক পুত্র শেখ জহিরুল ইসলামের উদ্যোগে আয়োজিত হল ভাই ফোঁটা, এদিন ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব কর্মীরা আছেন ভাইফোঁটা নিতে |এখানে দিদিরা বা বোনেরা ভাইদের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন |ভাইয়েরাও দিদিদের আশীর্বাদ করেন |