দাসপুর ১: চকরামনগর এলাকায় স্বেচ্ছায়
রক্তদান শিবিরের আয়োজন উপস্থিত MLA
রক্ত দান জীবন দান, এক বিন্দু রক্ত বাঁচাতে পারে একটি মানুষের প্রাণ। দাসপুরের চকরামনগর এলাকায় আয়োজন করা হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের, এই রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত হন পশ্চিম বঙ্গ রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশীষ হুদাইত , দাসপুরের বিধায়িকা মমতা ভুঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।