চাকদা: কালি পুজোর প্রাক্কালে চাকদায় দলীয় কর্মীদের নিয়ে বিজয়া সন্মেলনীর আয়োজন করলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ।
Chakdah, Nadia | Oct 19, 2025 কালি পুজোর প্রাক্কালে চাকদায় দলীয় কর্মীদের নিয়ে বিজয়া সন্মেলনীর আয়োজন করলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। রবিবার বিকেলে আনুমানিক 5 টা নাগাদ চাকদা বিধানসভা এলাকার সমস্ত মন্ডলের নেতা নেত্রী ও কর্মীদের নিয়ে আয়োজিত এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠান এর মধ্যে দিয়ে আসন্ন বিধানসভা ভোটেরও রণকৌশল ঠিক করেন বিজেপি নেতৃত্ব। এদিনের এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে বিজেপি নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।