তুফানগঞ্জ ১: টোটো ও ই রিকশা সরকারি নথিভুক্ত করতে বিশেষ সচেতনতা শিবির আয়োজিত তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে
শনিবার বিকেলে তুফানগঞ্জ ক্রীড়া সংস্থার মাঠে এই সচেতনতা শিবির টি অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি, MVI আধিকারিক অনিত সিংহ, চেয়ারম্যান কৃষ্ণা ইশর, ভারপ্রাপ্ত ওসি দ্বিগ্বিজয় বোলন সহ অন্যান্যরা।মূলত টোটো ও ই রিকশা কে একই ছাতার তলায় নিয়ে আসতে এই উদ্যোগ সরকারের।