কৃষকদের স্বার্থে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলে উন্নয়নের পাঁচালির প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে এমনই বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। শুক্রবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ এই দৃশ্য দেখা যায়। সভাধিপতি ছাড়াও এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দন সরকার ওরফে শান্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহেবুব চৌধুরী।