কেশিয়ারি: ঝড় বৃষ্টির ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন কেশিয়াড়ির বিস্তীর্ণ এলাকা,খাজরা গ্রাম পঞ্চায়েতের জেনেটার চালিয়ে দেওয়া হলো পরিষেবা
ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বিপর্যস্ত কেশিয়াড়ী।ঝাড়ের দাপটে মঙ্গলবার রাত থেকে একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকলেও সাধারণ মানুষের পরিষেবা অব্যাহত রাখল খাজরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত দফতরে বিকল্প জেনারেটারের ব্যবস্থা করে বুধবার আবাস যোজনার আধার আপডেট সহ একাধিক কাজকর্ম করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েতের পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। জানা গিয়েছে,রাজ্য সরকারের ঘোষণা মতো আবাস যোজনার দ্বিতীয় দফার গ্রাহকদের আধার আপডেট করা হচ্ছে।