হাবড়া ২: শেরপুর মোর এলাকায় মহিলাদের হাতে লঙ্কার গুরুর প্যাকেট তুলে দিল অটল বিহারী বাজপেয়ি স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে
ভূত চতুর্দশীর সন্ধ্যায় অশোকনগরের শেরপুর মোড়ে মহিলাদের হাতে প্রতীকী লঙ্কার গুঁড়োর প্যাকেট তুলে দিলেন আয়োজকেরা। আত্মরক্ষার প্রতীক এই প্যাকেটের মধ্যেই ছিল নারী সুরক্ষার বার্তা। আয়োজক অটল বিহারী বাজপেয়ী স্মৃতিরক্ষা কমিটি জানায়, মুখ্যমন্ত্রীর রাতের পর মহিলাদের বাইরে না বেরোনোর পরামর্শের প্রেক্ষিতেই এই সচেতনতা অভিযান। উদ্দেশ্য— ভয় নয়, প্রতিরোধ আর সচেতনতা হোক নারীর ঢাল।