বোলপুর-শ্রীনিকেতন: বোলপুরে “BACA” মিশন কমপাউন্ড দুর্গাপুজো,গোটা প্যান্ডেলটিকে সাজানো হয়েছে টেরাকোটার মাধ্যমে
বোলপুরে “BACA” মিশন কমপাউন্ড দুর্গাপুজো এবারের দুর্গোৎসবে অভিনব উদ্যোগ নিল “BACA” মিশন কমপাউন্ড দুর্গাপুজো ক্লাব। গোটা প্যান্ডেলটিকে সাজানো হয়েছে টেরাকোটার মাধ্যমে। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই মণ্ডপে ফুটে উঠেছে রাঢ় বাংলার ঐতিহ্য। লাল মাটির ছৌ নৃত্য ও টেরাকোটার সূক্ষ্ম শিল্পকলা এখানে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। আজ ৩০ শে সেপ্টেম্বর আনুমানিক বিকেলের দিকে ক্লাব কর্তাদের মতে, বর্তমান সময়ে যখন আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তখন রাঢ় বাংলার সংস্কৃতি ও