রায়গঞ্জ গার্লস হাই স্কুলে পঞ্চম শ্রেণীর ভর্তি লটারি প্রক্রিয়া সম্পন্ন হলেও ভর্তি পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। সীমিত আসন ও বেশি আবেদনকারীর কারণে অনেক পড়ুয়া সুযোগ না পাওয়ায় অভিভাবকদের মধ্যে হতাশা দেখা যায়। এই প্রসঙ্গে শিক্ষক নিমাই সিংহ রায় জানান, শুধুমাত্র একটি বিদ্যালয়ের উপর নির্ভর না করে বিকল্প বিদ্যালয়ের কথাও ভাবা উচিত। একই সঙ্গে তিনি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ আসনে ভর্তির বিষয়টি নিয়েও মন্তব্য করেন।