মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের শেরপুর এলাকায় রাস্তা জবর দখল নিয়ে তীব্র ক্ষোভ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। গ্রামের গুরুত্বপূর্ণ মূল সড়ক অবৈধ দখলের জেরে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সমস্যায় পথ চলতি মানুষ।বৃহস্পতিবার বিকেলে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শেরপুর এলাকার বেশ কিছু বাসিন্দা সরকারি রাস্তার ওপর বেআইনি ভাবে বাড়ি, দোকান ও অন্যান্য কাঠামো তৈরি করে দখল নিয়ে বসেছেন।