রতুয়া ২: প্রতিমা বিসর্জন হয়ে গেলেও গোবর জোনা কালী মন্দির চত্বরজুড়ে বসে রয়েছে মেলা, আসছেন ভক্তরাও
Ratua 2, Maldah | Oct 22, 2025 মঙ্গলবার গভীর রাতে প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গোবর জোনা কালীমন্দিরের। তবে এখনো বিভিন্ন প্রান্তের দর্শনার্থী ভক্তরা আসছেন মন্দির প্রাঙ্গনে। প্রতিমা না থাকলেও মন্দিরে করছেন পূজা-অর্চনা। মন্দির চত্বর জুড়ে যে বিশাল মেলা বসেছিল এখনো সেই মেলা রয়েছে। বিভিন্ন প্রান্তের মানুষ মেলা ঘুরছেন এবং জোর কদমে চলছে কেনাবেচা। এই মেলা কে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তরফে জোরদার নজরদারির ব্যবস্থা করা হয়েছে।