ভাঙড় ২: গঙ্গাপুর বন্ধু মহল সংঘের পরিচালনায় আট দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে INTTUC সভাপতি
আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গঙ্গাপুর বন্ধু মহল সংঘের পরিচালনায় ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বলে পা দিয়ে যার শুভ উদ্বোধন করেন আইএনটিটিইউসি সভাপতির রাকেশ রায়চৌধুরী। মধ্যরাত পর্যন্ত এই খেলাটি চলবে বলে জানা গেছে। মাঠের চারপাশে ফুটবলপ্রেমী মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।